গ্যালারি চিত্রকে ১২ দিনব্যাপী প্রদর্শনী
কে মাসুম বিল্লাহর সংগৃহীত শিল্পকর্ম নিয়ে ধানমণ্ডির গ্যালারি চিত্রকে আজ শুরু হচ্ছে ১২ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। প্রধান অতিথি থেকে প্রদর্শনীটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশবরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মুশতাক আহমেদ। ৩০ সেপ্টেম্বর শেষ হবে এই প্রদর্শনী।
গুলশান ক্লাবে 'শিখণ্ডী কথা'
কাল সন্ধ্যায় গুলশান ক্লাবের আমন্ত্রণে নিজস্ব মিলনায়তনে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের 'শিখণ্ডী কথা'। আনন জামান রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন ড. রশীদ হারুন। লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ-দুঃখ নিয়েই 'শিখণ্ডী কথা'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান হাবিব, মো. শাহনেওয়াজ প্রমুখ।
'পূর্বাচলে রবীন্দ্রনাথ'
রবীন্দ্রনাথের গান নিয়ে 'সুরের ধারা'র আয়োজনে আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে গীতিআলেখ্য 'পূর্বাচলে রবীন্দ্রনাথ'। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবেশনাসহ সুরের ধারা'র শিক্ষকরা অংশ নেবেন।
২৫ সেপ্টেম্বর থেকে শব্দ নাট্যোৎসব-২০১৪
'নির্মাণ ও ঐতিহ্যের ১৯ বছর' স্লোগানকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হচ্ছে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের 'শব্দ নাট্যোৎসব-২০১৪'। তিন দিনব্যাপী এ উৎসবে মঞ্চায়ন হবে দলটির পাঁচটি নাটক। উৎসবের নাটকগুলো হলো- 'তৃতীয় একজন', 'ঠিকানা', 'রাইফেল', 'দর্পণ সাক্ষী' এবং 'ইনফরমার'। ২৭ সেপ্টেম্বর শেষ হবে এই নাট্যোৎসব।
তারেক মাসুদ স্মরণে 'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা'
প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ স্মরণে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ২২ সেপ্টেম্বর মঞ্চায়ন হবে 'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা'। এটি তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র প্রযোজিত প্রথম নাটক। লুইজি ব্রায়ান্টের 'দ্য গেইম' অবলম্বনে নাটকটির ভাষান্তর ও নির্দেশনায় রয়েছেন রুবাইয়াৎ আহমেদ। এই আয়োজনে উপস্থিত থাকবেন প্রয়াত তারেক-পত্নী ক্যাথরিন মাসুদ।
শুরু হচ্ছে 'দ্য ক্লাইমেট চেঞ্জ' শীর্ষক প্রদর্শনী
২৭ সেপ্টেম্বর জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে আলোকচিত্র সাংবাদিক ফোজিত শেখ বাবুর তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। ওই দিন সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী। ২ সেপ্টেম্বর প্রদর্শনী শেষ হবে।
ময়মনসিংহ গীতিকা নাট্য উৎসব ২০১৪
লোক নাট্যদলের আয়োজনে ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী 'ময়মনসিংহ গীতিকা নাট্য উৎসব-২০১৪। 'শেকড় খুঁজি প্রাণের মেলায়' শীর্ষক এই উৎসবে মঞ্চায়ন হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের 'দস্যু কেনারামের পালা' লোকনাট্য দলের 'সোনাই মধাব, শিকড় নাট্যসম্প্রদায়ের (কিশোরগঞ্জ) 'চন্দ্রাবতী, নাট্যধারার 'আয়না বিবির পালা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'মহুয়া, নাট্যতীর্থের 'কমলা সুন্দরী'। উৎসব শেষ হবে ৩০ সেপ্টেম্বর।