সাত বছর পর আবার সেলুলয়েডে ফিরছেন রেখা। এক সময়ের পর্দা কাঁপানো এ নায়িকাকে দেখা যাবে ইন্দ্রা কুমারের নতুন সিনেমা 'সুপার নানি'তে। সম্প্র্রতি সিনেমাটির প্রথম ছবি প্রকাশিত হয়েছে। ছবিটিতে রেখাকে দেখা গেছে, ক্লাসিক হিন্দি সিনেমা 'মাদার ইন্ডিয়া'য় লাঙল কাঁধে নার্গিসের সেই আইকনিক ভঙ্গিতে। পার্থক্য কেবল একটাই- ছবিতে লাঙলের বদলে রেখা ধরে আছেন একটি ঘর মোছার ঝাড়ু।
সিনেমায় আরও অভিনয় করেন শারমান জোশি, রানধির কাপুর, অনুপম খের এবং শোয়েতা কুমার। সিনেমাটি মুক্তি পাবে দিওয়ালির মৌসুমে। একই সময়ে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন অভিনীত 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমাটির। কাজেই 'সুপার নানি' রেখাকে বক্স-অফিসে লড়তে হবে কিং খানের সঙ্গে। ২০১০ সালে 'সাদিয়া' সিনেমায় শেষ দেখা গিয়েছিল রেখাকে। অন্যদিকে 'বেটা', 'দিল'-এর মতো সুপারহিট সিনেমার পরিচালক গত বছরের 'গ্র্যান্ড মাস্তি'র পর ফিরছেন 'সুপার নানি' নিয়ে।