শিক্ষকতা নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অপি করিম। তারপরও বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন তিনি। আসছে কোরবানির ঈদেও অপি অভিনীত বেশকটি নাটক প্রচার হবে। এর মধ্যে একটি নাটকে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। 'পিছুটান' নামে নাটকটি লিখেছেন কলকাতার লেখক সৌরভ সেনগুপ্ত। পরিচালনা করবেন শাহরিয়ার শাকিল। জানা গেছে, নাটকটিতে অপি প্রথমে লীলাবতী ও পরে প্রজ্ঞার ভূমিকায় অভিনয় করছেন। লীলাবতী প্রজ্ঞার ফুপি। কোনো এক কারণে সে আত্দহত্যা করে। লীলাবতী আর প্রজ্ঞা চরিত্রে অভিনয়ের জন্য গতকাল বিকালে কলকাতা গেছেন অপি করিম। পরিচালক বললেন, 'কলকাতা শহরের বেশ কয়েকটি রাস্তা, ট্রাম ও বাসে নাটকটির চিত্রায়ণ হবে।