প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সাবরিনা সাবা এবার সরাসরি গাইতে আসছেন দেশ টিভিতে। আজ 'প্রিয়জনের গান' অনুষ্ঠানের অতিথি তিনি। এটি সরাসরি প্রচার হবে দুপুর ৩টায়।
আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ফিউশন মিউজিকের অনুষ্ঠান 'আনপ্লাগড'। এতে গান পরিবেশন করবেন পথিক নবী, কাজী শুভ, অমিত ও ইউসুফ।