বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের মুখোমুখি হচ্ছেন আলোচিত জুটি অনন্ত-বর্ষা।
আগামী সোমবার বিকেল ৪টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাব ‘মিট দ্য মায়েস্ট্র’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে অনন্ত-বর্ষা শিক্ষার্থীদের সামনে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।
উল্লেখ্য, দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল বর্তমানে বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন। যার মধ্যে গ্রামীনফোন এবং আপ এন টপ ফেব্রিক্স এন্ড টেইলার্সের বিজ্ঞাপন দুটির চিত্রধারণের কাজ চলছে।