প্রথমেই বড় পর্দার ব্যস্ততার কথা শুনি-
সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলাম। চলচ্চিত্রের শিরোনাম 'মার ছক্কা'। এটি নির্মাণ করবেন মঈন বিশ্বাস। এতে আমার বিপরীতে অর্থাৎ আমার স্বামীর চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। তা ছাড়া এরই মধ্যে চাষী নজরুল ইসলামের 'অন্তরঙ্গ' ও নার্গিস আক্তারের 'যৌবতী কন্যার মন' চলচ্চিত্রের কাজ শেষ করলাম। শেষটির রচয়িতা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব প্রয়াত সেলিম আলদিন। যাত্রাপালার সমস্যা নিয়ে এর গল্প গড়ে উঠেছে। তা ছাড়া বদিউল আলম খোকনসহ বেশ কজন নির্মাতার কাজ শীঘ্রই শুরু করব।
ওমর সানি ও আপনি একসময় ভালো পর্দা জুটি ছিলেন, এবার আপনারা কেমন চরিত্রে আসছেন?
হ্যাঁ, আমরা নায়ক-নায়িকা হয়ে অনেক ছবি করেছি। অর্থাৎ প্রেমিক-প্রেমিকা ছিলাম। আবার প্রায় ২০ বছর পর জুটি বেঁধে বড় পর্দায় আসছি। তবে এবার আমরা স্বামী-স্ত্রী হয়ে। সানি একজন স্কুল শিক্ষক। আর আমি গৃহিণী। দুজনের চরিত্রই মজার। এতে বৈচিত্র্য আছে।
বর্তমানে চলচ্চিত্রের অবস্থা কেমন?
ভালো হচ্ছে এবং আরও ভালো হওয়া উচিত। কারণ চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় গণমাধ্যম। মানুষ তাদের প্রাত্যহিক জীবনে চরম ব্যস্ততার পর একটু বিনোদন খোঁজে। তারা চলচ্চিত্র দেখেই বিনোদনের স্বাদ আস্বাদন করতে চায়। তাই দর্শকের মনের চাহিদাকে গুরুত্ব দিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করা দরকার। না হলে অনেকে বিনোদন অর্থাৎ চলচ্চিত্রের অভাবে মন্দ কাজের দিকে ঝুঁকবে। মনে রাখতে হবে, সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের অপরিসীম ভূমিকা রয়েছে।
চলচ্চিত্র পরিচালনায় আসবেন শোনা গিয়েছিল-
হ্যাঁ, আমি তো চলচ্চিত্র নির্মাণ করতে চাই। কিন্তু নির্মাণের ক্ষেত্রে এখনো অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। প্রযুক্তি, বাজেট, গল্প, অভিনয় শিল্পীসহ অনেক কিছু। তাই এত সমস্যা নিয়ে সত্যিকারের চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। আমি কম্প্রোমাইজ করে নির্মাণ করতে পারব না। কারণ চলচ্চিত্র হচ্ছে একটি রাজকীয় ব্যাপার। অপেক্ষায় আছি, সব সীমাবদ্ধতা কাটাতে পারলেই পরিচালনায় আসব।
এবার ছোট পর্দার কাজ নিয়ে কিছু বলুন-
ছোট পর্দায় তো নিয়মিত কাজ করে যাচ্ছি। টিভি নাটক নির্মাণ ও অভিনয়ে নিয়মিত আছি বলতে পারেন। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রয়াণ দিবসে যথাক্রমে 'মাল্যদান' এবং 'নিশীথ প্রিতম' নির্মাণ করেছি। এখন দুর্গাপূজা উপলক্ষে 'দুর্গা' শিরোনামে একটি নাটক নির্মাণ করছি। পূজায় নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি, তানভীরসহ অনেকে। তা ছাড়া অন্য নির্মাতাদের নাটকেও নিয়মিত অভিনয় করছি।
যাত্রা ও মঞ্চ নাটকের কাজ কেমন চলছে?
বিটিভির জন্য প্রতি মাসে একটি করে যাত্রা নির্মাণ করছি এবং এগুলো নিয়মিত প্রচার হচ্ছে। আসলে যাত্রাকে বাঁচিয়ে রাখতে অকৃত্রিম সহযোগিতা করে যাচ্ছে বিটিভি। তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ। অন্যদিকে সময়ের অভাবে মঞ্চনাটকে কাজ করতে পারছি না। কারণ দুই পর্দার অভিনয়, নির্মাণ আর লেখালিখি নিয়ে মহাব্যস্ত সময় কাটাতে হচ্ছে।
শোবিজ প্রতিবেদক