ঈদুল ফিতরে প্রচারিত 'যমজ' নাটকের সিকুয়াল 'যমজ-২' আসছে ঈদুল আজহায়। এ নাটকে একইসঙ্গে বাবা ও যমজ দুই ছেলের ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম।
নাটকের পরিচালক আজাদ কালাম গি্লটজকে জানিয়েছেন, রোজার ঈদে 'যমজ' নাটকটি প্রচারিত হওয়ার পর দারুণ সাড়া পেয়ে এর সিকুয়াল নির্মাণে উৎসাহ পেয়েছেন। দ্বিতীয় পর্বের চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ।
সিকুয়ালে 'কদু মিয়া', 'নেকাব্বর' ও 'একাব্বর' চরিত্রকে ভিন্ন রূপে হাজির করা হবে বলে জানালেন পরিচালক। নাটকে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করবেন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইরিশ অভিনেত্রী অ্যালেঙ্জি টেইলর। তিনি প্রথমবারের মতো বাংলাদেশি টিভি নাটকে অভিনয় করছেন।
কৃপন প্রকৃতির কদু মিয়ার এক ছেলে নেকাব্বর বোকা প্রকৃতির। সহজ-সরল ছেলেটিকে ভালোবাসে গ্রামের চেয়ারম্যানের মেয়ে। অন্যদিকে একাব্বর সারাক্ষণই নানারকম ফন্দি ফিকির অাঁটে। ইতালি যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে সে। সে ভাবে, সেখানে গিয়ে সে অনেক টাকা রোজগার করতে পারবে। একদিন তাদের গ্রামে আসে পর্যটক লুমিয়া। তার সঙ্গে নেকাব্বরের বন্ধুত্ব নিয়েই আবর্তিত হবে এ নাটকের কাহিনী।
টেইলর প্রসঙ্গে আজাদ বলেন, 'গল্পের প্রয়োজনে বিদেশি অভিনেত্রীর দরকার পড়ে। বন্ধুপ্রতিম পরিচালক সামির আহমেদ আমাকে টেইলরের কথা জানায়। টেইলর বাংলা খুব ভালো বলে। তার অভিনয়েও আমি মুগ্ধ। টেইলর জানিয়েছে, সে নিয়মিতই এ দেশের টিভি নাটকে অভিনয় করবে।'