অল্প সময়েই চলচ্চিত্রকার এবং ব্যবসায়ী হিসেবে সফল হন এম এ জলিল অনন্ত। ২০১০ সালে চলচ্চিত্রে এসে নিজের প্রথম ছবি 'খোঁজ দ্য সার্চ'-এর মাধ্যমে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ২০১৩ সালে 'নিঃস্বার্থ ভালোবাসা' চলচ্চিত্রটি পরিচালনা করে অভিনেতার মতো নির্মাতা হিসেবেও দক্ষতার পরিচয় দেন এবং দর্শক হৃদয় জয় করেন। এ পর্যন্ত ৬টি ছবি নির্মিত হয়েছে তার মনসুন ফিল্ম থেকে এবং সবই সফল। আর ব্যবসায়ী হিসেবে এ জে আই গ্রুপের কর্ণধার অনন্তকে পর পর দুই বছর সরকার ইন্ডাস্ট্রিয়াল সিআইপির মর্যাদা দেয়। আর এবার রাষ্ট্র এই সফল ব্যক্তিত্বকে কমার্শিয়াল সিআইপির মর্যাদা দেবে। পহেলা অক্টোবর পাঁচ তারকা র্যাডিসন হোটেলের ব্লু ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সম্মাননা তুলে দেবেন অনন্তর হাতে।