সুবর্ণা মুস্তাফা, চয়নিকা চৌধুরী, মাতিয়া বানু শুকু, নুজহাত আলভী আহমেদ এবং হৃদি হক- এই পাঁচ নারী নির্মাতাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন এসএ টিভি। প্রতি ঈদেই চ্যানেলটি বিশেষ এক ঝাঁক নির্মাতার নাটক প্রচার করে। এবার উদ্যোগ নেওয়া হয়েছে এই পাঁচ নারী নির্মাতার নাটক প্রচার করার। এরই মধ্যে পাঁচটি নাটকেরই নির্মাণ কাজ শেষ করেছেন নির্মাতারা। ঈদের দিন প্রচার হবে নুজহাত আলভী আহমেদের পরিচালনায় 'স্বপ্নের শুরু', দ্বিতীয় দিন সুবর্ণা মুস্তাফার পরিচালনায় 'সম্পর্ক', তৃতীয় দিন মাতিয়া বানু শুকুর পরিচালনায় 'এক পায়ে নূপুর', চতুর্থ দিন চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'দূরে, আরো দূরে' এবং পঞ্চম দিন হৃদি হকের পরিচালনায় নাটক 'চক্রবূ্যহ'। নাটকগুলো আলোচিত হবে বলে আশাবাদী এসএ টিভি কর্তৃপক্ষ।