নতুন ছবির কাজ করছেন হলিউডের অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। নাম না ঠিক হওয়া এ ছবিটির সম্প্রতি এক রাতে শুটিং চলছিল। সে সময় মদ্যপান করছিলেন ডায়াজ। অবশ্য প্রথমদিকে বেশ ভালোভাবে শুটিংও করছিলেন তিনি। কিন্তু পরিচালকসহ শুটিং ইউনিটের চিন্তা তখনই বেড়ে যায় যখন ডায়াজ অত্যধিক মাত্রায় মদ্যপান করতে থাকেন। মধ্যরাত পর্যন্ত একেবারেই নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। যার কারণে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গেই খারাপ ব্যবহার করতে থাকেন। সেই সময়ে শুটিং করতেও অস্বীকৃতি জানান। পরিচালকসহ সবার অনুরোধের পরও ডায়াজকে ফেরানো যায়নি। যার কারণে বড় একটি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে ইউনিট। কারণ বিশাল আয়োজনের সেট করে সেখানে শুটিং হচ্ছিল। এদিকে এক সময় শুটিং ইউনিটেই মদ্যপান করে ঘুমিয়ে পড়েন তিনি। আর এ কারণে শুটিংও পণ্ড হয়ে যায়। পরদিন দুপুর নাগাদ ঘুম ভাঙে ডায়াজের। সে সময় তাকে অবশ্য বিব্রত দেখাচ্ছিল। পরবর্তীকালে এ বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন তিনি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে। ডায়াজের এই নেশাগ্রস্ত রাত পার করা নিয়ে সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। মদ্যপান করার ছবি প্রকাশ করেছে একটি পত্রিকা। এসব সংবাদে ডায়াজকে বেপরোয়া বলেই সম্বোধন করা হয়।