লিওনার্দো ডিক্যাপ্রিও বরাবরই পরিবেশবান্ধব মানুষ। জলবায়ু নিয়ে প্রামাণ্যচিত্রও প্রযোজনা করেছেন। এমন পরিবেশকর্মীকেই তো শান্তিদূত করা যায়। জাতিসংঘ সেটাই করেছে। এ দায়িত্বের অংশ হিসেবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন হলিউডের এই তারকা।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ১৬ সেপ্টেম্বর এক ঘোষণায় বলেছেন, 'লিওনার্দো ডিক্যাপ্রিও শুধু বিশ্বের শীর্ষস্থানীয় অভিনেতাই নন, পরিবেশের প্রতি তার দীর্ঘস্থায়ী দায়িত্ববোধের পরিচয় আমরা পেয়েছি। এমনকি তিনি পরিবেশের কল্যাণে ফাউন্ডেশনও গড়েছেন।'
১৯৯৮ সালে গড়ে ওঠে লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন। এর লক্ষ্য পৃথিবীর বন্যপ্রাণীদের অভয়ারণ্য টিকিয়ে রাখার জন্য কাজ করা। পাশাপাশি মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বয় ঘটানো। আগামী ২৩ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন।