২০০২ সালে সঞ্জয়লীলা বনশালীর ট্রাজিক লাভস্টোরি ‘দেবদাস’-এ শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখ-ঐশ্বরীয়া জুটি। প্রায় এক দশক পর শোনা যাচ্ছে রোহিত শেঠির ছবিতে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও গ্ল্যামারাস ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর বলিউডের অন্দর মহল থেকে বারংবার গুজব রটেছে আবার রুপোলি পর্দায় কামব্যাক করছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
২০১৩ সালের অন্যতম সেরা সফল ছবির তালিকায় রয়েছে রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’-র নাম৷ আগামী ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করার কথা নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। এমনকি মূখ্য চরিত্রে শাহরুখের অভিনয়ের কথাও জানিয়েছেন।
যতদূর জানা যাচ্ছে ছবির স্ক্রিপ্ট নিয়ে ইতিমধ্যে কথাও হয়েছে ‘ধুম টু’ নায়িকা অ্যশের সঙ্গে। বলিউডের খবর অনুযায়ী দুই সুপারস্টার শাহরুখ ও ঐশ্বরিয়া ‘দেবদাস’-র পর রোহিত শেঠির আগামী ছবিতে জুটি বাঁধার চূড়ান্ত সম্ভবনা রয়েছে।
‘দেবদাস’ ছাড়া ‘মহাব্বতে’-তেও শাহরুখ-অ্যাশের জুটি প্রশংসিত হয়েছিল। দীর্ঘদিন পর বলিউডে অ্যাশের শাহরুখের সঙ্গে কামব্যাক করা শাহরুখ, অ্যাশ ফ্যানদের কাছে নিশ্চই সুখবর।