নাচে বলিউডে নায়কদের মধ্যে হৃতিক রোশান যে সেরাদের মধ্যে একজন এ বিষয়ে কোনো মতভেদ নেই। ভালো নাচেন ক্যাটরিনা কাইফও। তবে কে বেস্ট? এবার হৃতিকের নাচ নিয়ে কথা বললেন ক্যাটরিনা নিজেই। বললেন, হৃতিকের সঙ্গে তাল মেলানো কঠিন। ব্যাং ব্যাং ছবিতে হৃতিকের সহশিল্পী ক্যাট বলেন, হৃতিকের নৃত্যশৈলি এতটাই নিখুঁত যে তার সঙ্গে তাল মেলোনো চ্যালেঞ্জ।
সম্প্রতি এই সিনেমার টাইটেল ট্র্যাক লঞ্চের অনুষ্ঠানে ক্যাটরিনা বলেছেন, 'হৃত্বিকের নমনীয়তা অবিশ্বাস্যরকম। আর সেটা একটা আলাদা পর্যায়ের। এর সঙ্গে তাল মেলাতে হলে নিজেকেও অনেকটাই ওই মানে নিয়ে যেতে হবে। নাচের ব্যাপারে হৃত্বিকের স্বাভাবিক এনার্জি রয়েছে, যা ওর সহজাত। কত অনায়াসেই হৃত্বিক এই কাজটা করে!'
ব্যাং ব্যাং ছবিতে হৃত্বিকের সঙ্গে নাচাটা একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন ৩১ বছরের ক্যাটরিনা।
দুজনের মধ্যে কে ভালো নেচেছেন, তা জানতে চাওয়া হলে ধুম থ্রি-র অভিনেত্রী জানিয়েছেন, রিহার্সালে তো আমারটাই ভালো হচ্ছিল। কারণ হৃত্বিক তখন কার্যত নিষ্ক্রিয়ই ছিলেন। কিন্তু ফাইনাল শটে হৃত্বিক তো সবাইকেই মাত করে দিল। এখন তো সবাই বুঝতে পারছেন ভালোটা কে!
ব্যাং ব্যাং সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ রাজ আনন্দ। এর আগে তিনি সালাম নমস্তে, তা রা রাম পাম, বচনা অ্যায় হাসিনো এবং আনজানা আনজানি-র মতো সিনেমার পরিচালনা করেছেন।