কেমন আছেন?
অবশ্যই ভালো বলব, কারণ এখন নির্মাণ আর অভিনয় নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। আসলে শিল্পীরা ব্যস্ত না থাকলে নিজেরাই অস্বস্তিতে ভোগে। মধ্যে অনেক দিন পরিবারকে সময় দিয়েছি। বিশেষ করে বাচ্চাদের দেখাশোনার জন্য মিডিয়া থেকে কিছুটা দূরে ছিলাম। তখন ভাবতাম কখন আবার চিরচেনা কাজে ফিরব। আস্তে আস্তে আবার আসলাম এবং প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়লাম।
এখনকার ব্যস্ততা কেমন?
আকাশ-পাতাল ব্যস্ততায় ডুবে আছি বলতে পারেন। অভিনয় আর নির্মাণ দুটোই করছি। আজ [রবিবার] বান্দরবান যাচ্ছি। সেখানে তিনটি চলচ্চিত্রের কাজ করব। এগুলো হলো- আমার নিজের পরিচালনার 'শূন্য হৃদয়', সদ্য প্রয়াত নির্মাতা বেলাল আহমেদের 'ভালোবাসব তো' এবং মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা'। বেলাল ভাইয়ের ছবিটির নির্মাণ এখন আমাকেই করতে হচ্ছে। কারণ এটি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মাণ হচ্ছে। তাই বেলাল ভাই মারা যাওয়ার পর প্রতিষ্ঠানটি ছবিটির কাজ শেষ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। 'শূন্য হৃদয়' ছবিটিও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মাণ হচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি ছবির ডাবিং শেষ করতে হচ্ছে। তা ছাড়া ঈদে ছোট পর্দার নাটক তো রয়েছেই।
আপনার পরিচালনার 'শূন্য হৃদয়' ছবিটি সম্পর্কে বলুন-
গত বছরের কোরবানির ঈদে চ্যানেল আইয়ের জন্য 'শূন্য হৃদয়' নামে একটি টেলিছবি নির্মাণ করেছিলাম। সেই গল্প নিয়েই এই চলচ্চিত্রটি নির্মাণ করছি। এটি আমার পরিচালনার তৃতীয় চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছি। এ ছবিতে আমার বিপরীতে আছেন ফেরদৌস। এটি একটি পরিণত প্রেমের গল্পের ছবি। প্রেমের পাশাপাশি এতে স্থান পেয়েছে মনস্তাত্তি্বক জটিলতা আর সম্পর্কের টানাপড়েন। বলতে পারেন ভিন্নধর্মী পারিবারিক আর প্রেমের গল্পের ছবি।
ওমর সানির সঙ্গে এখন নিয়মিত অভিনয় করছেন, এ বিষয়ে বলুন-
হ্যাঁ, ওমর সানি আর আমি দীর্ঘদিন পর বড় ও ছোট পর্দায় একসঙ্গে কাজ শুরু করছি। সর্বশেষ ৫ বছর আগে রাজু চৌধুরীর পরিচালনায় 'সাহেব নামের গোলাম' ছবিতে জুটি হয়ে কাজ করেছিলাম। এবার সোহানুর রহমান সোহানের পরিচালনায় 'অপারেশন নাইনটি ওয়ান' ছবিতে আমাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে নাকি ছবি নির্মাণ করবেন?
হ্যাঁ, সালমান আর আমার প্রথম ছবি ছিল 'কেয়ামত থেকে কেয়ামত'। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল । আমাদের বন্ধুত্বের অনেক স্মৃতি নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করছি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয়ের জন্য নতুন মুখ খুঁজছি। আগামী বছর ছবিটির নির্মাণ কাজ শুরু করব।
ঈদে টিভি নাটকে আসছেন?
হ্যাঁ, তবে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এবার নাটক নির্মাণ করতে পারছি না। তবে আমার অভিনীত নাটক থাকছে। ইউসুফ চৌধুরীর পরিচালনায় 'চাঁদ মুখ' নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায়।
আলাউদ্দীন মাজিদ