প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রকাশ পেল কলকাতার জনপ্রিয় ও নন্দিত গায়ক অনুপম রায়ের গানের অ্যালবাম 'বাক্যবাগীশ'। ঈদ এবং পূজাকে সামনে রেখে অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একই সঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট। অ্যালবামটিতে মোট গান রয়েছে ৮টি। সবই অনুপমের রায়ের একক। বরাবরের মতো এবারও সব গানের কথা ও সুর করেছেন অনুপম রায় নিজেই। সংগীতায়োজন এবং বাজানোতে তার সঙ্গে ছিলেন 'দ্য অনুপম রায় ব্যান্ডে'র সদস্যরা। অ্যালবামটি প্রসঙ্গে অনুপম রায় বলেন, 'কলকাতার পাশাপাশি শুরু থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে আসছি! অনেকে আমাকে অনুরোধও করেছিলেন বাংলাদেশ থেকে একটি অ্যালবাম বের করার। আমার নিজেরও ইচ্ছা ছিল। এবার সেটি হওয়ায় আমি খুব আনন্দিত! আশা করি এই অ্যালবামটি সবার ভালো লাগবে।'