'আমার ঘরে দুঃখ ধরে না, তাই ফিরতে ইচ্ছে করে না। তুমি আসবে বলে সেই যে গেলে আর তো এলে না।'
এমন কথার গানের নতুন মিউজিক ভিডিও শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম। বরাবরই ব্যতিক্রমী কিংবা সাহসী কথা নিয়ে গান করতে দেখা যায় এই শিল্পীকে। দেশের রাজনৈতিক এবং সামাজিক কোষ্ঠকাঠিন্য নিয়ে গান করার পাশাপাশি প্রেম-বিরহ ঘরানার ভিন্ন মাত্রার গানেও দারুণ সফল তিনি। তা আবার তিনি প্রমাণ করলেন।
গত ঈদে প্রকাশিত হওয়া তার নতুন অ্যালবাম 'ভোট ফর ঠোঁট' আছে গানটি। অভিনয়ের পাশাপাশি এই গানের কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন প্রীতম নিজেই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাহাদি হাসান। প্রযোজনা করেছেন 'প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি'।
প্রীতম বলেন, 'আমি আমার জায়গা থেকে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলতে পারবে। আর এই কাজটি করতে যে দুটি মানুষ আমায় সাহায্য করেছেন তারা হলেন প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরির কর্ণধার শাহরিয়ার পলক ও মোস্তাফি শিমুল'। শুধু একজন পুরুষ মডেল দিয়ে একটি সুন্দর মিউজিক ভিডিও তৈরি করা যায় আমি এটা প্রমাণ করতে চেয়েছে।