অভিনয়শিল্পী কবরী, ফেরদৌস ও মাহিয়া মাহি একসঙ্গে আড্ডা দিলেন। আড্ডাটি দর্শকদের জন্য প্রচার করা হবে বাংলাভিশনের ঈদ আয়োজনে। আড্ডানুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। 'প্রজন্মের তারকা' নামের অনুষ্ঠান নিয়ে শামীম শাহেদ বলেন, 'এই তিন অভিনয়শিল্পীকে আমন্ত্রণ জানানোর কারণ, দর্শকদের চলচ্চিত্রের তিনটি সময়ের গল্প জানানো। তাদের সঙ্গে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।'