আমেরিকার বিখ্যাত অভিনেত্রী ও সংগীত শিল্পী পলি বারগেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এমি অ্যাওয়ার্ড জয়ী এই অভিনেত্রীর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার কানেকটিকাটের নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর সময় পরিবার ও তার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
তার মুখপাত্র জুডি কাটজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ১৯৯০ সালের পর থেকেই তিনি ইম্ফ্যাইসিমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন, যেগুলো মূলত দীর্ঘ ৫০ বছর ধূমপানের ফল।
তার বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে। অভিনয় করেছেন বিভিন্ন সিনেমার প্রধান ভূমিকায়। টিভি নাটকেও তাকে দেখা গেছে। নিজের তৈরি গেম শো পেনলিস্ট বেশ জনপ্রিয়। তার নামে একটি সৌন্দর্য পণ্য কোম্পানিও গড়ে তোলেন তিনি।
২০ বছর বয়সেই সংগীতাঙ্গনে জায়গা করে নেন বারগেন। সেসময়ই তিনি ডিন মার্টিন ও জেরি লুইসের সঙ্গে প্রথম সিনেমাও করেন।