সম্প্রতি একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া সাংঘাতিক এক তথ্য ফাঁস করেছেন। সাক্ষাৎকারে প্রিয়াংকাকে জিজ্ঞাসা করা হয় যে নিজের কেরিয়ারে কোন পরিচালক বা প্রযোজক তাকে সবচেয়ে খারাপ কী কথা বলেছেন।
তখন প্রিয়াংকা তার জবাবে বলেন, 'সবচেয়ে অদ্ভূত ছিল যখন এক পরিচালক বেশি দর্শককে ফিল্ম দেখানোর জন্য একটি গানের দৃশ্যে আমাকে আমার অন্তর্বাস দেখানোর কথা বলেন। তার পরে আমি ওই ছবির কাজ ছেড়েই দিয়েছিলাম।'
যদিও প্রিয়াংকা ওই ছবির পরিচালকের নাম বলতে অস্বীকার করেন। প্রিয়াংকা এই বিষয়ে একটি ট্যুইটও করেছিলেন। সেখানে তাঁর প্রচুর ভক্ত তাকে নানা রকম প্রশ্ন করে, কিন্তু কোন প্রশ্নেরই উত্তর দেননি প্রিয়াংকা।