সেন্সর ছাড়পত্র পেল হিন্দি ছবি 'থ্রি ইডিয়টস' ও 'ডন টু'। বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবি দুটি। তথ্যটি নিশ্চিত করেছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ সূত্র। সূত্রটি জানায়, ছবিগুলো মুক্তির জন্য এখন প্রস্তুত। যে কোনো সময় মুক্তি দেওয়া হবে। এদিকে গত নভেম্বরে আনকার্ট সেন্সর ছাড়পত্র পায় হিন্দি 'ওয়ান্টেড' ছবিটি। প্রভু দেবা পরিচালিত এ ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেন সালমান খান ও আয়েশা টাকিয়া। আগামীকাল এদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। অন্যদিকে 'থ্রি ইডিয়টস' পরিচালনা করেন রাজকুমার হিরানী। এতে অভিনয় করেন আমির খান ও কারিনা কাপুর। 'ডন টু' নির্মাণ করেন ফারহান আক্তার। এতে অভিনয় করেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে। ছবি দেখার ব্যাপারে দর্শকদের আগ্রহ বাড়ছে।