ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। হিন্দি-উর্দুসহ উপমহাদেশীয় ভাষার যে কোনো চলচ্চিত্র প্রদর্শন বন্ধে তারা বিক্ষোভ করেন। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষা করার অঙ্গীকার করেন তারা। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ প্রত্যয় ব্যক্ত করে ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট নেতারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সাবেক মহাসচিব এফ আই মানিক, সোহানুর রহমান সোহান এবং শিল্পী সমিতির সদ্য আহমেদ শরীফ, রুবেল, শাকিব খান, মিশা সওদাগর, অমিত হাসান, ওমর সানী, ড্যানি সিডাক, পরীমনি, অমৃতা, বাচসাস সহ-সভাপতি লিটন এরশাদ প্রমুখ।