দেশে বিরাজমান রাজনৈতিক সংকট কাটাতে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তারকা হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, যারা ককটেল মারছে তারা এই দেশেরই মানুষ। যাদেরকে গুলি করে অথবা লাঠি দিয়ে পিটিয়ে মারা হচ্ছে তারাও এই দেশেরই নাগরিক। কেন কারা ককটেল মারছে সেটা বোঝা কি খুব কঠিন? আলোচনায় বসলেই যে পরিস্থিতি অনেকটাই শান্ত হবে সেটা বোঝাও কি খুব মুশকিল? না, তাহলে বন্দুক, লাঠি দিয়ে সরকার কেন কন্ট্রোল করতে চাচ্ছে? কথা বলেই যেখানে সমঝোতায় আশা যায়?
উল্লেখ্য, তারকা শাফিন আহমেদ বর্তমান রাজনীতিতে বেশ সক্রিয়। বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকা অবস্থায় তার সঙ্গে দেখা করেছিলেন । তবে গান নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি তিনি একটি চলচ্চিত্রের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ন্যান্সির সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।