ম্যানডেট পত্রিকার জানুয়ারি সংখ্যার জন্য এবার স্বামী ড্যানিয়েস ওয়েবারের সঙ্গে ক্যামেরার সামনে এলেন প্রাক্তন নীল তারকা সানি লিওন। উত্তেজক বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিলেন এই দম্পতি। এই দম্পতির রিয়েল লাইফের যে অফস্ক্রিন কেমিষ্ট্রি তা পত্রিকার পাতাতেও তাপের সঞ্চার করবে, বলাই বাহুল্য। এই প্রথমবার সানি ও ড্যানিয়েল প্রথমবার কোন ফটোশুটে একসঙ্গে সামনে এলেন। ম্যাগাজিনের ফটোশুটটিতে দুজনকে দেখা গেছে 'প্যাশনেট লাভার' হিসেবে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।