মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্ত সংখ্যা এক কোটি ১০ লক্ষ ছাড়াল। তবে তিনি এখনও অমিতাভ বচ্চনকে টপকে যেতে পারেননি। টুইটারে সবথেকে বেশি ভক্ত ৭২ বছরের বিগ বি-র। তার ভক্তের সংখ্যা ২৮ কোটি ২৮ লক্ষ। এরপরই দ্বিতীয় ভারতীয় হিসেবে উঠে এলেন কিং খান। ৪৯ বছর বয়সি ‘বাজিগর’ ২০১০ সালে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগ দেন। এখনও অবধি তার পোস্ট করা টুইটের সংখ্যা ৮১৩৬।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৫/রাসেল/ আহমেদ