চলতি বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মশ্রী' অ্যাওয়ার্ডের জন্য সম্ভাব্য তালিকায় আছেন দেশটির লেজেন্ডারি দুই অভিনেতা দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন। এছাড়া দক্ষিণী সুপারঅভিনেতা রজনীকান্তও এ তালিকায় স্থান পেয়েছেন। সম্ভাব্য তালিকায় আরো যারা স্থান পেয়েছেন তারা হচ্ছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি, স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার সেলিম খান ও বিখ্যাত বিজ্ঞাপন মুভি নির্মাতা প্রসূন জোশি। এছাড়া আরো অনেকে সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছেন। খবর ইন্ডিয়া টুডের
প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে 'পদ্মশ্রী' পুরস্কার ঘোষণা করা হয়। এ বছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এর আগে ১৯৯১ সালে দিলীপ কুমার ও ২০০১ সালে অমিতাভ বচ্চন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মভূষণ' অ্যাওয়ার্ড পেয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ