বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত গোয়েন্দানির্ভর 'বেবি' মুভি একেবারে শেষ মুহুর্তে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। মুভিটিতে মুসলমানদের নেতিবাচক ভাবমূতি দেখানো হয়েছে দাবি করে ইসলামাবাদ ও করাচি সেন্সর বোর্ড মুভিটি প্রদর্শনের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। পাক দৈনিক ডন তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর দ্য হিন্দুর
ভারতীয় এক গোয়েন্দার একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে পাকড়াও করার এক মিশন নিয়ে 'বেবি' মুভিটির কাহিনী গড়ে উঠেছে। আজ ২৩ জানুয়ারি পাকিস্তানে মুভিটি মুক্তি পাওয়ার কথা ছিল। 'বেবি'তে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেতা মিকাল জুলফিকার ও রশিদ নাজ।
ডনের প্রতিবেদনে বলা হয়, 'ইসলামাবাদ ও করাচির সেন্সর বোর্ড মুভিটি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কারণ এতে মুসলমানদের নেতিবাচক ভাবমূতি দেখানো হয়েছে এবং মুভিটিতে নেতিবাচক চরিত্রগুলোরও মুসলিম নাম রয়েছে।'
শুধু পাকিস্তানের সিনেমা হলগুলোতেই মুভিটির প্রদর্শনের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সেই সঙ্গে এর সিডি ও ডিভিডির উপরও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মুভিটির স্থানীয় বিতরণকারী কোম্পানি এভরিডে পিকচারস'র একজন প্রতিনিধি ডনকে একথা জানিয়েছেন।
পাকিস্তানবিরোধী থিম সংবলিত মুভি দেশটির সেন্সর বোর্ড বরাবরই নিষিদ্ধ করে আসছে। বিগত বছরে সালমান খান অভিনীত জনপ্রিয় মুভি 'এক থা টাইগার'ও নিষিদ্ধ করেছিল পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ