দিলরুবা ইয়াসমিন রুহি। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের অন্যতম এই মডেলের বিচরণ এখন ফিল্মপাড়ায়। এপার বাংলা ছাপিয়ে ওপার বাংলায়ও নাম লিখিয়েছেন এক সময়ের র্যাম্পস্টেজ কাঁপানো এ মডেল। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন রুহি।
৬ ফেব্রুয়ারি ওপার বাংলায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘গ্ল্যামার’। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির একটি গানের ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এতে একটি দৃশ্যে দেখা যাচ্ছে রুহিকে। দৃশ্যটি কয়েক ঝলকের হলেও মন কেড়েছে সবার। কেউ কেউ বলছেন গানের এ অংশ দিয়ে বোঝা যাচ্ছে ছবিটিতে রুহির উপস্থাপন ও অভিনয় কেমন হবে। ‘গ্ল্যামার’-এ মডেল চরিত্রে অভিনয় করেছেন রুহি। আর সহশিল্পী রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন মহুয়া চক্রবর্তী।
অন্যদিকে, ৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে রুহির আরেক ছবি ‘জিরো ডিগ্রি’। এতে তার দুই সহশিল্পী হলেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান।
দুটি ছবি নিয়েই বেশ আশাবাদী রুহি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছি, সময় ব্যয় করছি প্রচারণার কাজে। একই দিনে দুই বাংলায় দুটি ছবি মুক্তি পাওয়ার ঘটনা অবশ্যই আনন্দের। ‘গ্ল্যামার’-এর প্রচারণা করতে ৬ ফেব্রুয়ারি কলকাতায় যেতে পারি। আশা করি দুইটি ছবিই দর্শদের ভালো লাগবে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব