বছরের এ সময়টাতে প্রায় সব শিল্পীই ব্যস্ত থাকেন তাদের স্টেজ শো নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ফেব্রুয়ারি মাসজুড়ে ঢাকার বাইরের শহরগুলো মাতিয়ে বেড়াবে শিরোনামহীন ব্যান্ড। এ যেন শিরোনামহীনের দেশ কাঁপানোর মিশন! তারা এ মিশনকে বলছেন, 'ফেব্রুয়ারি ট্যুর'। নতুন সংগীত সফরের জন্য শিরোনামহীনের প্রস্তুতির কথা জানিয়ে ব্যান্ডটির বেজ গিটারিস্ট জিয়া বলেন, 'এ মাসে ৬-৮টি কনসার্ট আছে আমাদের। সবই ঢাকার বাইরে। রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলে দেশজুড়ে আমাদের সফর ভালোই হবে আশা করছি।'
জানা গেছে, যমুনা রিসোর্ট, ফরিদপুর, খুলনাসহ বিভিন্ন জেলাশহরে যাবে শিরোনামহীন। সব কনসার্টের দিনক্ষণ ঠিক হয়নি এখনো। ঝুলে আছে রাজনৈতিক পরিস্থিতি শিথিলতার আশায়। তবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ব্যান্ডটি গান করবে খুলনার সার্কিট হাউস মাঠে।