সোহা আলী খানকে আক্ষরিক অর্থে রাজকন্যাই বলা হয় বলিউডে। তা সেই রাজকন্যার বিয়ে এবং মধুচন্দ্রিমা যে কুইন সাইজ হবে এমনটাই তো প্রত্যাশিত। কিন্তু এ রাজকন্যা একটু স্বতন্ত্র। আর তাই তো কোনো রাজপরিবার নয়, জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সাধারণ পরিবারের ছেলে কুনাল খেমুকে। দুই বছরের ওপর লিভ-ইনের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কুনাল এবং সোহা। তবে কোনো ইলাবরেট প্ল্যান নয়। ২৫ জানুয়ারি ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হবে সোহা-কুনালের বিয়ে। বাড়িতেই রেজিস্ট্রি হবে। উপস্থিত থাকবেন নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। শপিং নিয়েও একেবারে চিন্তিত নন সোহা। মা শর্মিলা ঠাকুর তার জন্য যে পোশাক এবং গয়না বেছে রেখেছেন তাতেই সন্তুষ্ট রাজকন্যা। এমনকি এখনো পর্যন্ত কোনো রাজকীয় রিসিপশনের আয়োজনও করা হয়নি। তবে বিয়ে মানে ফিল্ম দুনিয়াকে বিদায় জানানো নয়। বরং তিনি এখন কাজে এতটাই ব্যস্ত যে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় নেই। ফেব্রুয়ারির ২ তারিখ থেকেই 'ঘায়েল ২'-এর শুটিং শুরু করে দেবেন বলে জানিয়েছেন সোহা আলী খান। শুটিং শেষ হলে তবেই মধুচন্দ্রিমা নিয়ে ভাববেন সোহা-কুনাল।