ভারতীয় পর্নো কার্টুন চরিত্র 'সবিতা ভাবি'- কে বড়পর্দায় আনতে চলেছেন প্রযোজক পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মতওয়ানি মিলে তৈরি করেছেন বলিউড ছবি 'হান্টার'।
এই ছবিতে একজন পুরুষের যৌনবিকৃত মানসিক দিকটাকে তুলে ধরা হয়েছে। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন গুলশন দেবাইয়া। হান্টার-এর প্রথম ট্রেলারটি প্রকাশিত হয়েছে। আর যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার জনপ্রিয় পর্নো কার্টুন চরিত্র 'সবিতা ভাবি' অবশেষে পা রাখলেন বলিউড জগতে।
এই ছবিতে গুলশন দেবাইয়া বাসু নামক এক যুবক প্রায় প্রত্যেক নারীর সঙ্গেই নিজের ভাগ্যটা ঝালিয়ে নেয়। অধিকাংশ ক্ষেত্রে সাফল্যও পায়। ট্রেলারের সবচেয়ে কৌতুহলপূর্ণ জায়গাটি তখন আসে যখন বাসুর ফোনের স্ক্রিনে ভেসে ওঠে, "সবিতা ভাবি কলিং"। এর পরের দৃশ্যেই গুলশন একটি ফ্ল্যাটের দরজায় সামনে দাঁড়ান, যেখানে বাড়ির নেমপ্লেটে লেখা মিসেস সবিতা সাহায়। অনুরাগ কাশ্যপের সিনেমায় বহুলভাবে অশ্রাব্য শব্দের ব্যবহার থাকে। এ ছবিতেও তার অন্যথা নয়। তবে প্রথম ট্রেলারটি দেখে মনে হচ্ছে এ ছবিতে গালি গালাজের পরিমাণ বেশি না থাকলেও কামুক সংলাপে সয়লাব।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/রাসেল/আহমেদ