নিকোল কিডম্যানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এখনও ছবির নাম ঠিক না হলেও জানা গেছে সারু ব্রায়ারলের উপন্যাস আ লং ওয়ে হোমের অবলম্বনে তৈরি ছবিতেই দেখা যাবে নিকোল-নওয়াজ জুটিকে।
ছবিতে রয়েছেন দীপ্তি নাভাল, তন্নিষ্ঠা চ্যাটার্জি, দেব পাটেল।
আপাতত আগামী ছবি বদলাপুরের প্রচার ও সলমন খানের সঙ্গে বজরঙ্গি ভাইজান ছবির শুটিং নিয়ে ব্যস্ত নওয়াজ। রয়েছে নিজের মঞ্চ উপস্থাপনার কাজও। লাঞ্চবক্স, গ্যাংস অফ ওয়াসেপুর, তালাস, কাহানির মতো ছবিতে অভিনয়ে মুগ্ধ করেছেন নওয়াজ। তার ছবি মিস লভলি প্রদর্শিত হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালেও।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/রাসেল/আহমেদ