টাইটানিক ছবিতে রোজ-জ্যাক প্রেমকাব্য এত দ্রুত ভুলে যাবার কথা নয়। লটারিতে টিকেট জিতে জাহাজে উঠে ধনীর দুলালিকে প্রেমে ডুবিয়েছিলেন জ্যাক নামধারী লিওনার্দো ডিক্যাপ্রিও। ডুবেছিল টাইটানিকও। সেই ডিক্যাপ্রিও নাকি এবার বাস্তব জীবনে মার্কিন পপ তারকা রিহান্নার সঙ্গে প্রেমের তরী ভাসিয়েছেন।
র্যাপার ক্রিস ব্রাউনের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাবার পর বেশ কিছুদিন ধরেই বয়ফ্রেন্ড খুঁজছিলেন পপ তারকা রিহান্না। এজন্য নানা অফারও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বোধহয় রিহান্নার একাকীত্ব ঘুচল।
হলিউডলাইফ বলছে, ৪০ বছর বয়সী ডিক্যাপ্রিওর সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে ২৬ বছর বয়সী রিহান্নার প্রেম। নতুন প্রেমিকের ওপর এতটাই সন্তুষ্ট রিহান্না যে, নিজের পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য তাকে বারবাডোজে আমন্ত্রণ জানিয়েছেন।
ইন টাচ ম্যাগাজিন এক সূত্রের বরাত দিয়ে বলছে, রিহান্না তখনই কাউকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যখন সেই ব্যক্তিকে তার খুব বেশি ভাল লাগে। এতে কোন সন্দেহ নেই যে, ডিক্যাপ্রিওকে তিনি খুব পছন্দ করেছেন।
সূত্রটি আরও জানায়, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় ছাড়া কাউকে নিজেদের প্রেমের কথা এখনই জানাতে রাজি নন নতুন এই জুটি। তাই আপাতত গোপনেই চলবে তাদের প্রেম।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/আহমেদ