সালমান খানের 'হিট অ্যান্ড রান' মামলায় এবার নতুন মোড়। যেদিন ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি বলিউড অভিনেতা সালমানের গাড়ির তলায় পিষ্ট হন, সেদিন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না বলে বিবৃতি দিয়েছেন দুর্ঘটনার অন্যতম সাক্ষী ডাক্তার শশীকান্ত পাওয়ার। তিনি বলেছেন, দুর্ঘটনার দিন সালমানের চলেফেরা স্বাভাবিক ছিল, কথার উচ্চারণও ছিল স্পষ্ট, তার শ্বাসপ্রশ্বাসেও লক্ষণীয়ভাবে মদের গন্ধ পাওয়া যায়নি।
এর আগে ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর ঘটনার ১২ ঘণ্টা পর যে চিকিৎসক সালমানের শ্বাসের পরীক্ষা করে জানিয়েছিলেন, তার (সালমানের) মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞ আদালতকে জানিয়েছিল, রক্তে অ্যালকোহলের অনুমোদিত মাত্রা ৩০ মিলিগ্রাম। কিন্তু সালমান খানের রক্তে ৬২ মিলিগ্রাম অ্যালকোহল মিলেছে। তিনি মদে চুর ছিলেন।
২০০২ সালে বান্দ্রা পশ্চিমের হিল রোডে রাতের অন্ধকারে ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তি বলিউড অভিনেতা সালমানের গাড়ির তলায় পিষ্ট হন। আরও চারজন গুরুতর আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ি নিয়ে উঠে পড়েন ফুটপাতের উপর।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা