দেশজুড়ে চলছে অবরোধ-হরতাল। আর সাধারণ মানুষ ভুগছে রাজনৈতিক সহিংসতায়। পেট্রলবোমা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাত্রীবাহী বাস। আগুনে ঝলসে যাওয়া মানুষ হাসপাতালগুলোর বার্ন ইউনিটে কাতরাচ্ছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকে। বাংলাদেশের সব মানুষের হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে এ ঘটনায়। সবাই ফুঁসছেন চাপা ক্ষোভে। এ পরিস্থিতিতে রাস্তায় নেমে এলেন শিল্পীরা। তারা সাধারণ মানুষের ক্ষোভের প্রতীক হিসেবে জড়ো হয়েছিলেন প্রেসক্লাব এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। মানুষ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন তারা। শিল্পীদের সঙ্গে আরও জড়ো হয়েছিলেন খেলোয়াড় এবং পেশাজীবীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নিজস্ব পরিচিতি তুলে ধরে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে উপস্থিত হন। ফেস্টুনগুলোতে দেখা যায়, 'পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ', 'আমার স্বজন কেন পুড়ে কয়লা হবে', 'এটি রাজনীতি নয়, এটি সন্ত্রাস এটি মানুষ হত্যা', 'আমরা মানবতার পক্ষে', 'মানুষ মেরে লাভ কার, সীমাহীন ধিক্কার' ইত্যাদি স্লোগান। কর্মসূচিতে অংশ নেন ড. ইনামুল হক, হাসান মাসুদ, নিপুণ, সৈয়দ হাসান ইমাম, সাবেরী আলম, ডলি জহুর, মুনীরা ইউসুফ মেমী, নাদিয়া নদী, শামীমা তুষ্টি, মিশু চৌধুরী, সামিয়া আফরিন, জয়শ্রী কর জয়া প্রমুখ।
প্রতিবাদ প্রসঙ্গে সৈয়দ হাসান ইমাম বলেন, 'নোংরা রাজনীতির শিকার সাধারণ মানুষ হবে- এটা কোনো কথা হতে পারে না। সাধারণ মানুষের কষ্টে আমাদের শিল্পী মন জেগে উঠেছে। তাই আমরা প্রতিবাদে নেমেছি।' ড. ইনামুল হক বলেন, 'মানুষ হয়ে মানুষকে পুড়িয়ে দগ্ধ করা, এর চেয়ে পৈচাশিক আর কী হতে পারে। সবারই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদে মুখর হওয়ার সময় এসেছে।'