চলচ্চিত্র নির্মাণে এসেই একের পর এক অপরাধ করে যাচ্ছে 'মেন্টাল' টিম। এবার এ টিমের বিপক্ষে সুর চুরির অভিযোগ এসেছে। শামীম আহমেদ রনি পরিচালিত 'মেন্টাল' ছবির গান 'বলতে বাকি কতো কি' তৈরি হয়েছে ইমরানের 'বলতে বলতে চলতে চলতে' গানের সুর চুরি করে। অথচ গানের সুরকার-সংগীত পরিচালক হিসেবে উল্লেখ করেছে ভারতীয় শিল্পী ডাব্বুর নাম। আর চুরি করা সুরের গানটি গেয়েছেন ভারতীয় শিল্পী শান। ইমরানের গানটি ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করা হয়।
শান ও ইমরানের গান শুনে এবং বিভিন্ন প্রমাণাদি দেখে নিশ্চিত হওয়া গেছে, সুরটির স্রষ্টা ইমরান। ইমরান বলেন, 'আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমার সুর চুরি করেছে তারা। প্রয়োজনে আমি মামলা করব।'