আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট চলচ্চিত্রকার ও শিল্পপতি অনন্ত জলিল। শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এলেন তিনি। শুক্রবার কমলাপুরে 'সেভ দ্য স্মাইল' নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মানুষের হাতে কাপড় তুলে দেন অনন্ত। এ সময় তাকে একনজর দেখার জন্য দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে ভিড় করে। অসহায়রা অনন্তকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। একজন পঙ্গু দরিদ্র মানুষ সংগ্রহ করা অনন্তর প্রচুর ছবি আর পোস্টার সঙ্গে নিয়ে আসেন। অনেকে অনন্তকে পা ছুঁয়ে সালাম করেন। অনন্ত তাদের বুকে জড়িয়ে ধরেন। চারদিক থেকে মানুষ তখন অনন্ত ভাই, অনন্ত ভাই বলে ধ্বনি দিতে থাকে। অনন্তর প্রতি সাধারণ মানুষের এমন ভালোবাসা দেখে আয়োজক এবং উপস্থিত সবার চোখে আনন্দের অশ্রু জমে ওঠে। প্রতিষ্ঠানের কর্তা ইয়াসিন বলেন, অনন্ত জনপ্রিয় নায়ক জানতাম। কিন্তু তিনি যে মানুষের মনে দেবতার আসন গড়ে তুলেছেন তা আজ স্বচক্ষে দেখলাম। তার মতো একজন উঁচুমাপের ব্যক্তিত্বকে আজ আমাদের অনুষ্ঠানে পেয়ে সত্যিই আমরা গর্বিত। অনন্ত বলেন, মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান মানুষের দায়িত্ব। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন বলে তার কাছে কৃতজ্ঞ। তাছাড়া আমার প্রতি মানুষের এই ভালোবাসায় আমি বাকরুদ্ধ।