টিভি অভিনয়ে কম দেখছি কেন?
আমি সব সময়ই একটু বেছে কাজ করতে পছন্দ করি। তাই এমন অভিযোগ আমার সব সময় শুনতে হয়। টিভিতে কাজ যে একদমই করছি না, তা কিন্তু নয়। এখন এত টিভি চ্যানেল, এত নাটক, আলাদা করে হয়তো অনেকের চোখেও পড়ে না। তবে এটা সত্যি, কাজ কিছুটা কমিয়ে দিয়েছি।
বর্তমানের ব্যস্ততা কী নিয়ে?
বিভিন্ন টিভি চ্যানেলে কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এ ছাড়া একাত্তর টিভিতে একাত্তরের সকাল ও আর টিভিতে রান্নার অনুষ্ঠান 'উইশের ডিশ' নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। আরও দু-একটি অনুষ্ঠানে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। এ ছাড়া মাঝে-মধ্যে অনেক জায়গায় নাটকের কর্মশালার ক্লাস নিতে হয়।
মঞ্চ নাটকেও আপনাকে দেখা যায় না অনেক দিন হলো?
হ্যাঁ, প্রায় চার বছরই হবে। আমি চার বছর আগে দর্পণে শরৎশশী নাটকের মাধ্যমে মঞ্চে উঠেছিলাম। এই নাটকটির শো বন্ধ ছিল এত দিন। এ কারণেই আর কাজ করা হয়নি। আমি সর্বশেষ গত বছর ডিসেম্বরে দর্পণে শরৎশশীর দুটি প্রদর্শনী করি।
দেশ নাটকের অন্যান্য প্রযোজনায় কাজ করছেন না কেন?
এটি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় আমি। কাজ করি মাত্র। সেখানে আমাকে যে কাজ দেওয়া হয়, তা-ই করি। আমাকে যদি সেট ডিজাইন করতে বলা হয়, করব। আবার যদি পোশাক ডিজাইন করতে বলা হয়, সমান আগ্রহ নিয়ে করব। তখন দল হয়তো অন্যান্য প্রযোজনায় আমাকে জরুরি মনে করেনি, তাই কাজ করা হয়নি। তারা আবার যখন চেয়েছে আমি ছুটে গিয়েছি। আমার কিন্তু মঞ্চের যে কোনো কাজেই সমান আগ্রহ।
সত্তা ছবিতে আপনার কাজ করার কথা ছিল তাই না?
সত্তা ছবির গল্পটি অনেক সুন্দর। এত ভালো একটা গল্প আর টিম, যা আসলে পাওয়া কঠিন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি কাজটা করতে পারলাম না। এ জন্য সত্যি মাঝে-মধ্যে খারাপ লাগে।
সংসার কেমন চলছে?
আমরা অনেক ভালো আছি। সম্পর্কের জন্য পরস্পরের বোঝাপড়াটা জরুরি। আমাদের মধ্যে সেই জিনিসটা আছে।
* আলী আফতাব