খোলামেলা ছবি দেওয়ায় কিম কার্দাশিয়ানের জুড়ি মেলা ভার। নগ্ন হয়ে ফটোশুটেও দুনিয়া কাঁপিয়েছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় এখানে ওখানে হামেশাই মেলে তার নানা পোজের হাজারো ছবি। গত এক বছরে এই লাস্যময়ীর খোলামেলা ছবির সম্ভার নিয়ে প্রকাশিত হতে চলেছে একটি বই। আর তার নাম 'সেলফিস'। এই সুন্দরী অকাতরে ধন্যবাদ বিলিয়েছেন প্রকাশনা সংস্থা 'ডোনডার' সদস্যদের। কারণ তার মতে, পশ্চিমের জনপ্রিয় এই প্রকাশনার উৎসাহ ও পরামর্শ ছাড়া এরকম সংকলন করা সম্ভব হতো না। তবে প্রচ্ছদের ছবিতে কিম-ক্লিভেজ যেভাবে উদ্ভাসিত, তাতে অনেকে সন্দেহ করেছিলেন, এ ছবি সত্যি কিমের তো! তার মুখপাত্র জানিয়েছেন, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্থাৎ উন্মুক্ত বিভাজিকা, সোনালি মেকআপের কভার গার্ল সত্যি সত্যিই কিম। কিম ইনস্টগ্রামে লিখেছেন, 'তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বইটি দেখার জন্য'।