অভিষেক দোগরার প্রথম পরিচালিত মুভি 'দোলি কি দোলি'তে সাইফ আলী খান যে অতিথি চরিত্রে অভিনয় করছেন তা হয়তো অনেকেই জানেন। তবে নতুন খবর হলো মুভিটিতে রাজস্থানি রাজপুত্রের চরিত্রে অভিনয় করেছেন সাইফ। খবর ইন্ডিয়া টুডে'র
দোলি নামের একটি চরিত্রকে ঘিরে 'দোলি কি দোলি' নামের এই মুভিটির গল্প আবর্তিত। দোলি চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর। মুভিটির গল্প খুবই মজাদার। এতে কয়েকজন পুরুষ সদস্য নিয়ে গঠিত দোলির একটি গ্যাংকে ধনী ও সবচেয়ে যোগ্য ব্যাচেলর খোঁজার মিশনে দেখা যাবে যাদেরকে একেক করে দোলি স্রেফ প্রতারণার লক্ষ্যেই বিয়ে করে। এরকম কোনো একজন ব্যাচেলরের সঙ্গে বিয়ে হলে বিয়ের রাতেই দোলিকে তার স্বামীর মূল্যবান সবকিছু এমনকি আন্ডাওয়্যারসহ নিয়ে পালিতে যেতে দেখা যাবে। অার তার বিপরীতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন পুলকিত সম্রাট।
আরেকটি বিষয় না বললেই নয়, মুভিটির একটি আইটেম গানে দেখা যাবে সালমান খানের ভাবী মালাইকা অরোরা খানকে। মালাইকার আইটেম গানটি দেখতে ভিজিট করুন https://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&v=j2qsy3d4ciM&x-yt-cl=84503534
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৫/শরীফ