দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কোনাল খেমুকে যে আজ ২৫ জানুয়ারি সোহা আলী খান বিয়ে করছেন তা চলতি মাসের মাঝামাঝিই জানানো হয়েছিল। একজন রেজিস্ট্রার এবং দুই পরিবারের কেবল ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে যে তাদের বিয়ে হবে তাও তখন বলা হয়েছিল। বাস্তবেও তাই হচ্ছে। আজ দুপুরের পর মুম্বাইয়ের উপশহর খারে খানদের বাড়িতে সোহা এবং কোনালের এ বিয়ে অনুষ্ঠিত হবে। লক্ষণীয় ব্যাপার হলো, মেহেদি পরতে নাকি হবু কনে সোহার দীর্ঘ সাত ঘণ্টা সময় লেগেছে! মেহেদি পর্ব দুপুর ১টা থেকে শুরু হয়ে টানা সন্ধ্যা ৮টা পর্যন্ত চলেছে। এর মাঝে কেবল এক ঘণ্টার বিরতি নিয়েছেন সাইফ আলী খানের বোন সোহা। গতকাল অনুষ্ঠিত এ মেহেদি উৎসবে সোহা পিংক কালারের জামা পরেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
সোহার মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাই সাইফ ও ভাবী কারিনা কাপুর, অভিনেত্রী নেহা ধুপিয়া, সালমান খানের বোন অর্পিতা খানসহ আরো অনেকে। হবু স্বামী কোনালও শেষ সন্ধ্যায় হাজির হয়েছিলেন। তবে কেবল মেহেদি পর্ব শেষ হয়ে যাওয়ার পরই তিনি খানদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। একটি সূ্ত্র টাইমসকে একথা জানায়।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৫/শরীফ