ড্যান ব্রাউনে মজেছেন সোনাক্ষী সিনহা। ‘দ্য ভিঞ্চি কোড’-এর লেখকের ‘ইনফার্ণো’ হাতে নিয়ে আর কিছুতে মন নেই তার। বইয়ের অর্ধেক শেষ করে জানিয়েছেন পুরোটা শেষ না করে ছাড়তেই মন চাইছে না।
কী বই পড়া যায় তার খোঁজও সোনাক্ষী নিয়েছিলেন বেশ অভিনব উপায়ে। সরাসরি ট্যুইট করে জানিয়েছিলেন, বইপড়া ফের শুরু করতে চান। কার কী সাজেশন আছে। ফিকশন এবং অটোগ্রাফিই ছিল পছন্দের তালিকায়। ট্যুইটের সঙ্গে সঙ্গে ঝড় বয়ে সাজেশনের শেষমেশ নায়িকা পাল্টা ট্যুইট করে জানান, প্রচুর সাজেশন এসে আপাতত এগুলোই তাকে ব্যস্ত রাখবে।
লম্বা লিস্ট থেকে ড্যান ব্রাউনের বইটিই হাতে তুলে নেন সোনাক্ষী। সোনাক্ষী যে খুব দ্রুত পড়েন সে নিয়ে কোন সন্দেহ নেই। ড্যান ব্রাউনের লেখনির চুম্বকে আটকে গড়গড়িয়ে পড়ে ফেলেছেল অর্ধেক বই। মিষ্ট্রি থ্রিলারের মজাতে আপাতত মজেছেন নায়িকা। ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের চার নম্বর বই এটি। ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমনস’, ‘দ্য ভিঞ্চি কোড’, ‘দ্য লস্ট সিম্বল’ সিরিজের চার নম্বর বই ‘ইনফার্ণো’। থ্রিলার শেষে সোনাক্ষীর রিভিউয়ের অপেক্ষায় তার ফ্যানরা।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব