'বজরঙ্গি ভাইজান' ছবির শুটিংয়ে রাজস্থানের মান্ডাওয়া গ্রামে যাচ্ছিলেন সালমান। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নেন একদল সালমান ভক্ত। প্রিয় তারকাকে কাছে পেয়ে তারা উন্মত্ত হয়ে ওঠেন। তারা সালমানের নাম ধরে চিৎকার করতে থাকেন। শুরুর দিকে সালমান আনন্দ পেলেও হঠাৎ বিরক্ত হয়ে ওঠেন। তিনি গাড়ি থেকে নেমে ভক্তদের দিকে তেড়ে যান। তারা সালমানের অগ্নিমূর্তি দেখে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে সটকে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটি ভিডিও করেন।