অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করবেন কেট উইন্সলেট। তাকে দেখা যাবে ম্যাকিনটশের সাবেক বিপণন প্রধান জোয়ানা হফম্যান চরিত্রে। এতদিন ছবিটির অভিনয় শিল্পীদের নিয়ে কম গুঞ্জন আর জল্পনা হয়নি। অবশেষে নির্মাণ প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে অভিনয় শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। এতে জবসের ভূমিকায় থাকছেন মাইকেল ফাসবেন্ডার। জবসের সাবেক প্রেমিকা ক্রিস্যান ব্রেনান চরিত্রে ক্যাথেরিন ওয়াটারস্টন, ম্যাক প্রস্তুতকারীদের অন্যতম সদস্যের ভূমিকায় মাইকেল স্টালবার্গ আর অ্যাপেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার চরিত্রে থাকবেন জেফ ড্যানিয়েলস।
ছবিটি পরিচালনা করবেন 'স্লামডগ মিলিয়নিয়ার' খ্যাত ড্যানি বয়েল। ২০১১ সালে প্রকাশিত ওয়াল্টার ইসাকসনের আত্মজীবনী অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন অ্যারন সরকিন।