ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস-৮'র ট্রফি জিতলেন টিভি অভিনেতা গৌতম গুলাটি। চ্যাম্পিয়ন হওয়ায় তিনি পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি। অষ্টম আসরে প্রথম রার্নারআপ হয়েছেন কারিশমা তান্না আর দ্বিতীয় রানারআপ প্রিতম সিং। খবর ইন্ডিয়া টুডে'র
৩১ জানুয়ারি জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বিগ বস-৮'র গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে পারফর্ম করেন সোনাক্ষী সিনহা, মালাইকা অরোরা খানসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ