ভারতের ৬০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতেছে 'কুইন'। শুধু তাই নয়, মুভিটির পরিচালক বিকাশ বেহল সেরা পরিচালক ও কঙ্গনা রানাওত সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। 'হায়দার' মুভিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন শহীদ কাপুর।মুভিটি আরো দুটি পুরস্কার জিতেছে। এতে অভিনয় করে সেরা নারী পার্শ্বচরিত্রের পুরস্কার পেয়েছেন টাবু। অার সেরা পুরুষ পার্শ্বঅভিনেতার পুরস্কার পেয়েছেন কে কে মেনন। খবর ইন্ডিয়া টুডে'র
গতকাল রাতে মুম্বাইয়ে ৬০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বলিউডের নামাদামী বেশিরভাগ সেলিব্রেটিরা। এদের মধ্যে ছিলেন কাজল, মাধুরী দীক্ষিত, সালমান খান, রেখা, টাবু, ইলিয়েনা ডি ক্রুজ, দিয়া মির্জা, সোনম কাপুর, নেহা ধুপিয়া, শ্রদ্ধা কাপুর, সুভাষ ঘাই, বিদ্যা বালান, শহীদ কাপুর, বিকাশ বেহল, নারগিস ফাখরি, সোনালি বেন্দ্রে, মনীষা কৈরালাসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ