পিকের পর নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার পরবর্তী ছবি ড্যাঙ্গল। এ ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে আমির খানকে। ড্যাঙ্গল ছবিতে আমিরের অবতার কী হতে চলেছে তা প্রকাশ হলো। ছবিতে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন তিনি।
ছবিতে আমিরের চুল, গোঁফ-দাড়ি পাকা। চুল একেবারে ছোট ছোট করে কাটা। আপাত বয়স্ক দেখতে হলেও পেটাই চেহারায় একেবারে ফিট লাগছে আমিরকে। ছবিতে সঙ্গে রয়েছেন স্ত্রী কিরণ। প্রথমটায় দেখে বোঝার উপায় নেই এটি কী আসলে আমিরের আসল চুল দাড়ির রং। নাকি পুরোটাই মেক আপের সাহায্যে। এই ছবিতে ফিট ও সুস্থ দেখানোর জন্য আমির প্রচুর কসরত করেছেন বলেও সূত্রে খবর পাওয়া গেছে। তা অবশ্য তার চেহারাতেও বোঝা যাচ্ছে। এই ছবিতে কুস্তিগীরের পাশাপাশি দুই মেয়ের বাবাও বটে আমির। এই ছবি আসলে কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিক। মহাবীর ফোগটের দুই মেয়েও কুস্তিগীর গীতা এবং ববিতা কুমারী ফোগট।
বিডি-প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব