৩১ জানুয়ারি মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে বসেছিলো ফিল্মফেয়ারের ৬০তম আসর। সাদা রঙা ঢাউস গাউন পরে মঞ্চে হাজির দীপিকা পাড়ুকোন। একপর্যায়ে তার ওই গাউন ধরে টানাটানি শুরু করে দিলেন মঞ্চে থাকা সালমান খান, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা ও কপিল শর্মা! চারজন একসঙ্গে কামড়ে ধরলেন দীপিকার গাউন। এতে দীপিকা তো হেসে খুন। এমন মজার কিছু মুহূর্ত দেখা গেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে।
এখানে আসার জন্য আশি স্টুডিওর ডিজাইন করা গাউন বেছে নেন দীপিকা। সবকিছু ছাপিয়ে গিয়েছিল তার এই গাউনের আলোচনা। সেই আলোচনাকে আরেকটু রসিয়ে দেয় এই টানাটানির দৃশ্য।
'কিক' ছবির 'জুম্মে কি রাত' গানের তালে তালে সালমানের পাশাপাশি দীপিকার গাউন কামড়ে নেচেছেন অনুষ্ঠানের দুই উপস্থাপক করণ জোহর ও কপিল শর্মা। তাদের সঙ্গে যোগ দেন সিদ্ধার্থ মালহোত্রা। তাদের এই পাগলামিকে রসিকতা হিসেবেই নিয়েছেন দীপিকা। তাই তিনিও তাল মেলান চার তারকার সঙ্গে।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ