সিলেটের শো কেমন হলো?
স্টেজে গান করতে সব শিল্পীরই ভালো লাগে। আমারও তাতে ভিন্ন নয়। অনেক ভালো একটি শো করে এলাম। অনেক মজা হয়েছে শোতে।
'বাংলাদেশ' শিরোনামের গানটির সাড়া কেমন পাচ্ছেন?
রুমি ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার অনেক দিন থেকে। আর এই গানের মধ্যদিয়ে আমার সেই ইচ্ছা পূরণ হলো। গানটিতে সুর সংগীতে পাশাপাশি আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুমি ভাই। আর গানটি সুন্দর ভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গানটির কথা লিখেছেন জনি হক। আমি এর আগেও অনেক গানে কণ্ঠ দিয়েছি কিন্তু এই গানটিতে যে পরিমাণে সাড়া পেয়েছি তা বলে বুঝাতে পারব না।
সামনে ইচ্ছা আছে বাপ্পা ভাই, ফুয়াদ ভাই আর হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করার।
আর কোনো নতুন মিউজিক ভিডিওর কাজ করছেন?
আমি আমার নতুন একক অ্যালবামের কাজ করছি। এরই মধ্যে কয়েকটি গানের কাজ মোটামোটি শেষ করেছি। ইচ্ছা আছে এখান থেকে একটি গানের মিউজিক ভিডিওর নির্মাণ করব। আর অ্যালবামটি এ বছরের কোনো এক সময়ে শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা আছে। এ ছাড়া বেশ কিছু মিক্স অ্যালবামে কাজ করেছি।
চলচ্চিত্রের গানের কি অবস্থা?
এরই মধ্যে বেশ কিছু গানের প্লেব্যাক করেছি। এগুলো হলো- 'রাঙা মন', 'দ্য স্টোরি অব সামারা', 'স্বপ্ন ছোঁয়া', 'বউ বানাবো তোকে' ও 'রানআউট' প্রভৃতি। আরও চলচ্চিত্রে গান করার ইচ্ছা আছে।
চলচ্চিত্রে আপনার প্রায় সব গান আইটেম নাম্বার কেন?
এটি আমি বলতে পারব না। চলচ্চিত্রের পরিচালক হয়ত মনে করেন আমার কণ্ঠ আইটেম নাম্বারের জন্য, তাই আমাকে দিয়ে এ টাইপের গান কারনো হয়। কিন্তু আমি সব ধরনের গান করতে পারি।
কি হওয়ার ইচ্ছে ছিল আর কি হলেন?
ছোটবেলায় বৈমানিক হওয়ার ইচ্ছা ছিল আমার। কারণ আমার বাবা ছিলেন বিমানবাহিনীতে। কিন্তু মা চেয়েছেন আমি একজন শিল্পী হই। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই আজ আমি এখানে। আমার গানের হাতেখড়ি হয় মা'র কাছে। তারপর ছায়ানটে নজরুলসংগীত বিভাগে গান শিখেছি বেশ কয়েক বছর। আমি গানের পাশাপাশি তবলাও বাজাতে পারি। এ ছাড়া আমি বেশ কিছু দিন বাচ্চাদের গানও শিখিয়েছি।
আলী আফতাব