'অন্ধগলি' শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। 'প্রেম মানে ভিতর-বাহির পুড়ে যাওয়া/ভালোবাসা বুকে নিয়ে ধুঁকে ধুঁকে মরে যাওয়া' শহীদুল্লাহ ফরায়জীর লেখা এই গানটির সুর ও সংগীত করেছেন আলাউদ্দীন আলী। এ সম্পর্কে সাবিনা ইয়াসমীন বলেন, 'এই গানটি নতুন বছরের প্রথম প্লে-ব্যাক। এর মাধ্যমে দীর্ঘদিন পর জলসার গান গাইলাম। সাধারণত এ ধরনের গান খুব একটা গাওয়া হয় না। গানের কথাগুলো চমৎকার বলে কণ্ঠ দিতে রাজি হয়েছি। এ ছাড়া আমার ভক্ত-শ্রোতাদের নতুন বছরে ভিন্ন কিছু উপহার দেয়ার ইচ্ছাটাও পূরণ হয়েছে।' এদিকে সাবিনা দেশাত্মবোধক গানের অ্যালবাম তৈরির আয়োজন শুরু করেছেন। বর্তমানে তিনি এই অ্যালবামের গানগুলো নির্বাচন করছেন। এ ছাড়া আশির দশকে তার গাওয়া দেশের গানগুলো নতুন সংগীতায়োজনে একটি অ্যালবাম তৈরির পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, 'দেশের গান গাইতে আমার ভালো লাগে। এক কথায় বলতে গেলে, দেশাত্মবোধক গান গেয়ে বেশ তৃপ্তি পাই। তাই নতুন এবং পুরনো গান দিয়ে দুটি দেশাত্মবোধক অ্যালবাম করার কাজ শুরু করেছি।'