আমির খানের নিজের তৈরি 'ধুম থ্রি'র রেকর্ড ভাঙল এই 'পিকে'। ছবিটি ভারতের সিনেমা হলে আসার পর ভারতীয় মুভিপ্রেমীদের যেমন মন কাড়ে তেমনি মধ্যপ্রাচ্য, ইউরোপে মুভিপ্রেমীদের মন জয় করে নেয়। তবে এবার আমির খানের পিকে মুভিপ্রেমীদের মন জয় করতে চীন যাচ্ছে। 'দ্য চায়না ফিল্ম গ্রুপ' ও 'হুঅ্যাঙ্সুয়া ফিল্ম গ্রুপ' সরাসরি ভারত থেকে চীনে 'পিকে' রিলিজ করাতে চায়। এর পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি চীনের রাজধানী শহর বেজিংয়ে দুই দেশের উচ্চপদস্থ সরকারি আমলাদের উপস্থিতিতে এ বিষয়ে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে ছিলেন পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়া। এ ব্যাপারে প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন, চীনের ৩ হাজার ৫০০ হলে 'পিকে' রিলিজ হবে শুনে উত্তেজনা হচ্ছে।